অন্তর্বর্তী সরকার এবার গণভোট আইন করতে যাচ্ছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।
আজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
তিনি বলেন, “গণভোট আইন আমরা খুব দ্রুত করতে যাচ্ছি। এই উইকে (এ সপ্তাহে) করে ফেলবো। ধরেন আগামী তিন বা চার কার্য দিবসের মধ্যে হয়ে যাবে”।
ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন।
প্রসঙ্গত, গত ১৩ই নভেম্বর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস জানান, ফেব্রুয়ারির প্রথম ভাগে জাতীয় নির্বাচনের দিন একই দিনে গণভোট অনুষ্ঠিত হবে।
এরপর প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বুধবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের সময় বলেছেন, গণভোট পরিচালনার জন্য একটি স্পষ্ট আইন প্রণয়ন জরুরি; কীভাবে গণভোট হবে—সেই আইন হলে নির্বাচন কমিশরে একটা দায়বদ্ধতা আসবে।