শেখ হাসিনার রায় ঘিরে অস্থিরতা নির্বাচনে প্রভাব ফেলবে না: আমীর খসরু

ছাত্র–জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের রায় এবং তা ঘিরে চলমান অস্থিরতা নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। আজ বৃহস্পতিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে নবনিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লেটের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

আমীর খসরু বলেন, ‘দুয়েকটি বিচ্ছিন্ন ঘটনার কারণে জাতীয় নির্বাচন বাধাগ্রস্ত হওয়ার কোনো সুযোগ নেই। শেখ হাসিনার বিচারের রায় ও তা ঘিরে যে অস্থিরতা চলছে, তা কোনোভাবেই নির্বাচনের ওপর প্রভাব ফেলবে না।’

বিএনপির এই নেতা বলেন, ‘বাংলাদেশের নির্বাচন একটি উৎসব এবং জনগণ দ্রুত একটি নির্বাচনের অপেক্ষায় আছে। যারা গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে চায়, তারা আসলে নির্বাচন চায় না।’

এ সময় আমীর খসরু আরও জানান, জুলাই সনদে নির্ধারিত বিষয়ের বাইরে কোনো কিছু বাস্তবায়নের দায় বিএনপি নেবে না।

উল্লেখ্য, শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা করা হবে আগামী ১৭ নভেম্বর। আজ বৃহস্পতিবার বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ রায়ের এ তারিখ ঘোষণা করেন।

Comments (0)
Add Comment