ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৩৯

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ৩২৩ জনে দাঁড়িয়েছে। আর একদিনে ডেঙ্গুতে নতুন আক্রান্ত হয়ে ১ হাজার ১৩৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বরিশাল বিভাগে ১৭৯ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৪৩ জন, চট্টগ্রাম বিভাগে ১১৫ জন, খুলনা বিভাগে ৮৯ জন, ময়মনসিংহ বিভাগে ৮২ জন, রাজশাহী বিভাগে ৪৬ জন, রংপুর বিভাগে ৫ জন এবং সিলেটে ৩ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

চলতি বছর এখন পর্যন্ত এই রোগটিতে আক্রান্ত হয়ে ৮১ হাজার ৭৭৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

সারা দেশে ডেঙ্গু ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে। ঢাকায় সংক্রমণ বাড়ার জন্য নগর কর্তৃপক্ষের উদাসীনতাতে দুষছেন রাজধানীবাসী। নভেম্বর-ডিসেম্বর জুড়ে ডেঙ্গুর প্রকোপ থাকতে পারে বলে শঙ্কা কীটতত্ত্ববিদের। এরই মধ্যে আক্রান্তের সংখ্যা গতবছরের রেকর্ড ছাড়িয়েছে। দেরিতে হাসপাতালে যাওয়ায় ডেঙ্গুতে মৃত্যু বাড়ছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

রাজধানী ঢাকাসহ সারা দেশে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। রোগীতে ঠাসা সরকারি-বেসরকারি হাসপাতালগুলো। চিকিৎসকেরা বলছেন, ডেঙ্গু রোগীদের মধ্যে শক সিনড্রম বেড়ে যাওয়ায় দ্রুত অবস্থার অবনতি হচ্ছে। এ ছাড়া অনেক রোগী অবহেলার কারণে সঠিক সময়ে চিকিৎসা না নেওয়ায় মৃত্যুর ঘটনা বাড়ছে।

Comments (0)
Add Comment