পাঁচ দফা দাবি মানতে সরকারকে ১৬ই নভেম্বর পর্যন্ত সময় দিয়েছে জামায়াতে ইসলামীসহ আট দল। এই সময়ের মধ্যে দাবি না মানলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে দলগুলো।
বুধবার আন্দোলনরত দলগুলোর নেতাদের বৈঠকের পর রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে আয়োজিত যৌথ সংবাদ সম্মেলন এই ঘোষণা দিয়েছেন তারা।
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে আলোচনার মাধ্যমেই এ বিষয়ে সমাধান চান আন্দোলনরত আট দলের নেতারা।
এছাড়া আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে নাশকতা ঠেকাতে ১৩ই নভেম্বর মাঠে থাকার ঘোষণা দিয়েছে জামায়াত ও ইসলামী আন্দোলনসহ এই দলগুলো।