ঢাকাই সিনেমার জনপ্রিয় জুটি শাকিব খান ও অপু বিশ্বাসের বিয়ে একসময় ছিল গোপন রহস্যের মতো। ভালোবেসে ২০০৮ সালে বিয়ে করলেও তাঁরা বিষয়টি আড়ালেই রেখেছিলেন বহু বছর। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর জন্ম নেয় তাঁদের পুত্রসন্তান আব্রাম খান জয়। তবে ২০১৭ সালে অপু বিশ্বাস একটি টেলিভিশন লাইভে এসে বিয়ের খবর প্রকাশ করার পর ব্যাপক আলোচনার ঝড় ওঠে, বিপাকেও পড়তে হয় নায়িকাকে।
সম্প্রতি এক ডিজিটাল প্ল্যাটফর্মের পডকাস্ট শোয়ে অংশ নিয়ে পুরনো সেই অধ্যায়ে ফিরে গেছেন ‘ঢালিউড কুইন’খ্যাত অপু বিশ্বাস। সেখানে ব্যক্তিজীবনের প্রেম, বিয়ে, মাতৃত্ব এবং শোবিজ জীবনের নানা অনুচ্চারিত প্রসঙ্গে খোলামেলা কথা বলেছেন তিনি।
শাকিব খানের সঙ্গে বিয়ে গোপন রাখার কারণ জানিয়ে অপু বলেন, ‘আমরা দু’জনই বিয়ের বিষয়টি গোপন রেখেছিলাম। তখনকার পরিস্থিতি এমন ছিল যে, আমাদের দু’জনেরই ক্যারিয়ার নিয়ে অনেক ভাবনা ছিল। তাই একসঙ্গে সিদ্ধান্ত নিয়েছিলাম, আপাতত বিষয়টি নিজেদের মধ্যেই রাখাই ভালো।’
এর আগেও একাধিকবার অপু জানিয়েছেন যে, ক্যারিয়ারের স্বার্থেই তিনি বিয়ের খবর প্রকাশ করতে চাননি। তবে এবার প্রথমবারের মতো স্পষ্টভাবে বলেন, এটি কেবল শাকিব খানের নয়, বরং দু’জনেরই সম্মিলিত সিদ্ধান্ত ছিল।
অভিনেত্রী জানান, তাঁদের জীবনে সবচেয়ে বড় আশীর্বাদ ছেলে আব্রাম খান জয়। পুত্রের জন্ম, মাতৃত্বের চ্যালেঞ্জ ও ব্যক্তিগত সংগ্রামের কথাও অকপটে তুলে ধরেছেন তিনি।
উল্লেখ্য, ২০১৭ সালের ১০ এপ্রিল অপু বিশ্বাস টেলিভিশনের লাইভ অনুষ্ঠানে ছেলেকে কোলে নিয়ে প্রকাশ করেন নিজের বিয়ের খবর। জানান, ২০০৮ সালে শাকিব খানের সঙ্গে তাঁর বিয়ে হয় এবং ২০১৬ সালে কলকাতায় জন্ম নেয় তাঁদের সন্তান। একই বছরের ২২ নভেম্বর শাকিব খান তালাকের আবেদন করেন, যা কার্যকর হয় ২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি।