মনোবল খুঁজে পেয়েছে বার্সেলোনা!

এল ক্লাসিকোতে হারের হতাশা কাটিয়ে এলচের বিপক্ষে দারুণ জয় পেয়েছে বার্সেলোনা। সবচেয়ে বড় স্বস্তির বিষয় নিজেদের যেন খুঁজে পেয়েছেন বার্সা তারকারা। লামিন ইয়ামাল ও মার্কাস র‍্যাশফোর্ডের উজ্জ্বল পারফরম্যান্সে এই জয় মিলেছে কাতালান জায়ান্টদের। ফেরান তোরেসও গোল পেয়েছেন। তবে শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের থেকে ৫ পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে আছে দলটি।

তবে রক্ষণভাগের দুর্বলতা এখনও পিছু ছাড়ছে না হান্সি ফ্লিকের দলটির। একাধিক সুযোগ তৈরি করে এলচে, রাফা মির একটি গোল করেন এবং দু’বার বল লাগে পোস্টেও। টানা ছয় লিগ ম্যাচে ক্লিন শিট না পাওয়া বার্সার জন্য এটি বেশ চিন্তার বিষয়।

চোটের কারণে রাফিনিয়া, পেদ্রি ও হুয়ান গার্সিয়া ছিলেন বাইরে, যদিও রবার্ট লেভানদোভস্কি ও দানি ওলমো ফিরেছেন ইনজুরি কাটিয়ে। গত সপ্তাহে রিয়ালের বিপক্ষে গোঁড়ালির চোট থেকে ফিরেও ছন্দে ছিলেন না তরুণ তারকা ইয়ামাল। তবে এলচের বিপক্ষে তাকে দেখা গেছে অনেক বেশি আত্মবিশ্বাসী ও ছন্দময়।

‘আজ আমরা আমাদের আগের সেই উদ্যম আর মানসিকতা ফিরে পেয়েছি। আমরা ধীরে ধীরে গত মৌসুমের সেই বার্সায় ফিরে যাচ্ছি, প্রথম মিনিট থেকে শেষ পর্যন্ত সবাই নিজেদের সেরাটা দিয়েছে, আমরা এই ধারাবাহিকতা বজায় রাখব,’ ম্যাচ শেষে বলেন ফেরান তোরেস।

লামিনের গোঁড়ালির সমস্যা এখন ও পুরোপুরি সেরে ওঠেনি বলেই জানান কোচ হ্যান্সি ফ্লিক। তবে সে সঠিক পথে এগোচ্ছে জানিয়ে বলেন, ‘ওকে নিয়মিত ট্রেনিং, চিকিৎসা আর যত্ন নিতে হবে। এটি এখনো ওঠানামা করছে, তবে আজকের পারফরম্যান্স উন্নতির দিকেই ইঙ্গিত দেয়।’

মার্কাস র‍্যাশফোর্ড একটি গোল পেয়েছেন। তবে আরও পেতে পারতেন জানিয়ে ফ্লিক বলেন, ‘ও আরও এক-দুটি গোল পেতে পারত, কিন্তু আমরা তার পারফরম্যান্সে খুশি।’

র‍্যাশফোর্ড নিজেও স্বীকার করেছেন, শেষ তৃতীয়াংশে আরও কার্যকর হতে পারতেন, ‘কয়েকবার পাস আর শট নেওয়ার সিদ্ধান্তে ভুল করেছি। এমন দিন আসবেই, তবে আমি জানি, পরের ম্যাচে আরও ভালো করব।

এলচে কোচ সারাবিয়া বলেন, ‘আমরা নিজেদের সেরাটা দিয়েছি। সমর্থকেরা আমাদের পারফরম্যান্সে গর্ব করতে পারে। বার্সা গোল করবে, এটা স্বাভাবিক, কিন্তু আমরাও সমানভাবে সুযোগ তৈরি করেছি।’

Comments (0)
Add Comment