অধিনায়কত্ব ছেড়ে দেওয়া শান্তকেই ফের দায়িত্ব দিল বিসিবি

বাংলাদেশ দলের টেস্ট অধিনায়ক কে হবেন তা নিয়ে অনেক দিন ধরেই আলোচনা চলছিল। শ্রীলঙ্কার বিপক্ষে গত জুনে বাংলাদেশ সর্বশেষ টেস্ট সিরিজ খেলেছিল। সেখানে আচমকা শেষ টেস্টে ইনিংস ব্যবধানে হারের পর সংবাদ সম্মেলনে অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। লঙ্কানদের বিপক্ষে সেই টেস্টের পর আর সাদা পোশাকে মাঠে নামেনি বাংলাদেশ।

চলতি মাসে আসন্ন আয়ারল্যান্ড সিরিজ দিয়ে ফের টেস্ট ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। সেই সিরিজকে সামনে রেখে নতুন অধিনায়কের নাম ঘোষণা করেছে বিসিবি। কদিন আগে অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ালেও, সেই শান্তর কাঁধেই অধিনায়কত্বের দায়িত্ব দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

তবে এবার দায়িত্বের পরিধিও জানিয়ে দিয়েছে বিসিবি। চলমান ২০২৫-২৭ টেস্ট চক্র পর্যন্ত বাংলাদেশের টেস্ট দলের অধিনায়ক থাকছেন শান্ত। আজ এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।

 

টেস্ট অধিনায়কের নাম ঘোষণার মাধ্যমে তিন ফরম্যাটে তিন অধিনায়ক পেল বাংলাদেশ। অথচ একটা সময় তিন ফরম্যাটেই বাংলাদেশের অধিনায়ক ছিলেন শান্ত। তবে টি-টোয়েন্টিতে অফ ফর্মে চলে যাওয়ায় এই বাঁহাতি ব্যাটসম্যানের বদলে লিটন দাসকে অধিনায়কের দায়িত্ব দেয় বিসিবি।

এরপর ওয়ানডে এবং টেস্ট অধিনায়ক হিসেবে গত জুনে শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা থাকলেও সেই সফরে ওয়ানডের অধিনায়কত্ব হারান শান্ত। নতুন ওয়ানডে অধিনায়ক হিসেবে দায়িত্ব দেয়া হয় মেহেদী হাসান মিরাজকে। তখনই টেস্ট সিরিজের পর শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজের আগে টেস্ট থেকে নিজের দায়িত্ব ছাড়ার ঘোষণা দেন শান্ত।

তখন থেকেই গুঞ্জন অনেকটা ‘অভিমান’ থেকেই এমন সিদ্ধান্ত নিয়েছিলেন শান্ত। যদিও এই ২৭ বছর বয়সী ক্রিকেটার সেবার জানিয়েছিলেন, দলের স্বার্থেই নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। অধিনায়কত্ব ছাড়ার আগে বাংলাদেশকে ১৪ ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন শান্ত। যেখানে চার জয়ের বিপরীতে বাংলাদেশ হেরেছে ৯টি ম্যাচে, একটি ম্যাচ ড্র হয়েছিল। শান্তর অধীনে বাংলাদেশ পাকিস্তানের মাটিতে বাবর আজমদের টেস্টে হোয়াইটওয়াশ করেছিল।

আগামী ১১ নভেম্বর আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্টের সিরিজ দিয়ে ফের শুরু হচ্ছে শান্তর অধিনায়কত্বের নতুন অধ্যায়।

Comments (0)
Add Comment