তিন দশক পর সালমান শাহ’র মৃত্যুর ঘটনায় হত্যা মামলা দায়েরের নির্দেশ

প্রায় তিন দশক আগে বাংলাদেশের সিনেমার অভিনেতা সালমান শাহর মৃত্যুর ঘটনা নিয়ে হত্যা মামলা দায়েরের নির্দেশ দিয়েছে ঢাকার একটি আদালত। মামলাটি তদন্ত করার জন্য ঢাকার রমনা থানাকে নির্দেশনা দেওয়া হয়েছে।

মি. শাহ’র মৃত্যুর ২৯ বছর পর তার মা নীলা চৌধুরীর করা রিভিশন আবেদন মঞ্জুর করে সোমবার এই নির্দেশ দিয়েছেন ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক।

১৯৯৬ সালের ছয়ই সেপ্টেম্বর ঢাকার ইস্কাটন এলাকার ভাড়া বাসায় থেকে চিত্রনায়ক সালমান শাহ’র মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনার পর তার বাবা কমর উদ্দিন বাদী হয়ে ঢাকার রমনা থানায় একটি অপমৃত্যুর মামলা করেন। পরের বছর তিনি মামলাটি হত্যা মামলায় রূপান্তরের আবেদন করলেও সেটি আর আমলে নেওয়া হয়নি।

১৯৯৭ সালের তেসরা নভেম্বর দাখিল করা সিআইডি’র তদন্ত প্রতিবেদনে সালমান শাহ’র মৃত্যুকে ‘আত্মহত্যা’ বলে উল্লেখ করা হয়।

Comments (0)
Add Comment