শাহরুখের জন্মদিন: ভারতের ৩০ শহরে দুই সপ্তাহ ধরে উৎসব

বলিউডের ‘রোমান্টিক হিরো, ‘বাদশা’ বা ‘কিং খান’—সব উপাধিই যেন তাঁর জন্য মানানসই। তিনি শাহরুখ খান। তাঁর জীবনটাই যেন সিনেমার গল্প—নাটকীয়তা, সংগ্রাম আর ভালোবাসায় ভরা। সিনেমাই তাঁর বেঁচে থাকা, সিনেমাই তাঁর পরিচয়।

আগামী ৩১ অক্টোবর থেকে শুরু হবে এই উৎসব। ভারতের ৩০টি শহরের ৭০টি প্রেক্ষাগৃহে দেখানো হবে কিং খানের জনপ্রিয় কিছু ছবি। দর্শকরা আবারও বড় পর্দায় দেখতে পাবেন তাঁর পুরনো হিট সিনেমাগুলো। তালিকায় রয়েছে—‘কভি হাঁ কভি না’, ‘দিল সে’, ‘ম্যায় হুঁ না’, ‘দেবদাস’, ‘ওম শান্তি ওম’ ও ‘চেন্নাই এক্সপ্রেস’-এর মতো ছবিগুলো।

এই বছরটিও শাহরুখের জন্য দারুণ কেটেছে। ৩৩ বছরের অভিনয়জীবনে এবারই তিনি পেয়েছেন প্রথম জাতীয় পুরস্কার। পেশাগত সাফল্যের পাশাপাশি সন্তানদের অর্জনও তাঁকে দিয়েছে অন্যরকম আনন্দ। ছেলে আরিয়ান খান ‘ব্যা***ডস অব বলিউড’ সিরিজ দিয়ে পরিচালক হিসেবে সাড়া ফেলেছেন। অন্যদিকে, মেয়ে সুহানা অভিনয় করছেন নতুন ছবি ‘কিং’-এ।

সব মিলিয়ে শাহরুখ খানের এই জন্মদিন হতে চলেছে একেবারে সিনেমাময়। ৬০ বছর বয়সেও তাঁর জাদু, তাঁর উপস্থিতি যেন প্রমাণ করে ‘কিং’ এখনও সিংহাসনে অটুট।

Comments (0)
Add Comment