করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩৫ জনের মৃত্যুর মধ্য দিয়ে এ সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ হাজার ৮০৭ জনে। আর এক দিনে নতুন করে ১ হাজার ৮৮৮ জনের শরীরে করোনা শনাক্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৭৫ হাজার ৮৭৯ জনে পৌঁছেছে।
শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩৫ জনের মধ্যে ২৩ জন পুরুষ এবং নারী ১২ জন। এসময়ে ১১৮ ল্যাবে নমুনা সংগ্রহ করা হয় ১৩ হাজার ১৯৯টি। আর আগের নমুনাসহ পরীক্ষা করা হয় ১৩ হাজার ৫৪০টি। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হলো ২৮ লাখ ৪৯ হাজার ৯৫১টি।
গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৩.৯৪ শতাংশ। এ পর্যন্ত শনাক্তের হার ১৬.৭০ শতাংশ এবং মৃত্যুর হার ১.৪৩ শতাংশ।
বিজ্ঞপ্তি অনুযায়ী, করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ২ হাজার ৪৫৭ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৯৩ হাজার ৪০৮ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮২ দশমিক ৬৭ শতাংশ।