12 Boishakh 1428 বঙ্গাব্দ রবিবার ২৫ এপ্রিল ২০২১
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / বিনোদন / শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি সঞ্জয় দত্ত

শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি সঞ্জয় দত্ত

 

শ্বাসকষ্ট ও বুকে অস্বস্তি বোধ করায় হাসপাতালে ভর্তি হয়েছেন বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত।

শনিবার সন্ধ্যায় ৬১ বছরের এই অভিনেতাকে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতাল সূত্র জানায়, অক্সিজেনের অভাব হওয়ার কারণে তিনি এই সমস্যায় ভুগছিলেন। তার র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টের প্রতিবেদনে কোভিড-১৯ নেগেটিভ এসেছে। তবে র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট সবসময় সঠিক নাও হতে পারে। তাই অভিনেতা করোনাভাইরাসে আক্রান্ত কিনা তা আরও একবার নিশ্চিত হতে সোয়াব পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। তবে তাকে নন কোভিড ওয়ার্ডেই রাখা হয়েছে। এই মুহূর্তে তিনি চিকিৎসক জলিল পার্কারের তত্ত্বাবধানে রয়েছেন।

অভিনেতার শরীরে হঠাৎ করে কীভাবে অক্সিজেনের ঘাটতি হলো, তা জানতে আরও বেশকিছু পরীক্ষা করা হবে বলে জানা গেছে।

তবে আপাতত তিনি ভালো আছেন বলেই জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

১৯৮১ সালে রকি চলচ্চিত্রে অভিষেকের পর তিনি ১৮০টির বেশি হিন্দি চলচ্চিত্রে অভিনয় করেছেন। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র মধ্যে কানুন আপনা আপনা (১৯৮৯), খলনায়ক (১৯৯৩), বাস্তভ – দি রিয়েলিটি (১৯৯৯), মুন্না ভাই এম বি বি এস (২০০৩) অন্যতম।

সূত্র: জি নিউজ (বাংলা)

আরও পড়ুন...

করোনামুক্ত ঐশ্বর্য-আরাধ্যা, ট্যুইট করে স্ত্রী-কন্যার বাড়ি ফেরার কথা জানালেন অভিষেক

  বচ্চন পরিবারে খানিক স্বস্তি। হাসপাতাল থেকে ছাড়া পেলেন ঐশ্বর্য রাই বচ্চন এবং আরাধ্যা। ট্যুইটে এ কথা জানিয়েছেন জুনিয়র …