20 Poush 1427 বঙ্গাব্দ রবিবার ৩ জানুয়ারী ২০২১
Home / সর্বশেষ / ময়মনসিংহে বাস-সিএনজি সংঘর্ষ, নিহত ৭

ময়মনসিংহে বাস-সিএনজি সংঘর্ষ, নিহত ৭

ময়মনসিংহের তারাকান্দা উপজেলার ঘাটতলা এলাকায় বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার সাত আরোহীর মৃত্যু হয়েছে। রোববার দুপুর ১টার দিকে নেত্রকোণা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নেত্রকোনা থেকে ঢাকাগামী শাহজালাল পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা অটো রিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান তারা।

পুলিশ সূত্রে জানা যায়, দুপুর ১টার দিকে নেত্রকোনা থেকে ঢাকাগামী শাহজালাল পরিবহনের একটি বাসের সঙ্গে নেত্রকোনাগামী একটি অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালকসহ সাতজন প্রাণ হারান। নিহতদের মধ্যে চারজন পুরুষ, দুজন নারী ও একজন শিশু।

এ বিষয়ে তারাকান্দা থানার ওসি আবুল খায়ের দুপুর আড়াইটায় বলেন, ঘটনাস্থলে পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা পৌঁছেছেন। মরদেহ উদ্ধার করে শ্যামগঞ্জ হাইওয়ের পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।

আরও পড়ুন...

দেশে ‘অ্যান্টিজেন টেস্ট’ শুরু

  দেশের যেখানে করোনাভাইরাস শনাক্তে ‘রিভার্স ট্রান্সক্রিপশন পলিমারেজ চেইন রিঅ্যাকশন (আরটি-পিসিআর) টেস্ট’ করার সুযোগ নেই এমন …