ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় আরও চারজনকে আটক করা হয়েছে, যারা নিজেদের বাংলাদেশি বলে দাবি করছে।
সোমবার ভোর রাতে উপজেলার জলুলী বিওপির অধীন মাঠপাড়া সীমান্ত থেকে তাদের আটক করা হয় বলে খালিশপুর বিজিবির ৫৮ ব্যাটালিয়ানের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল কামরুল আহসান জানান।
কর্নেল কামরুল বলেন, ভোর রাতে জলুলী বিওপির মাঠপাড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় চারজনকে আটক করা হয়। “আটককৃতদের মধ্যে দুইজন পুরুষ ও দুইজন নারী রয়েছেন। তাদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে। আটকরা নিজেদের বাংলাদেশের নাগরিক বলে দাবি করছেন।”
মহেশপুর থানার ওসি রাশেদুল আলম বলেন, ঝিনাইদহ সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশের সময় নভেম্বর মাসে দুই শতাধিক নারী-পুরুষ আটক করেছে বিজিবি। এসব ঘটনায় থানায় মামলা হয়েছে।
সম্প্রতি মহেশপুর সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধ পথে মানুষের আসা বেড়ে গেলে নানা আলোচনার সৃষ্টি হয়। এই মাসে এই সীমান্ত দিয়ে দুই শতাধিক মানুষ বাংলাদেশে প্রবেশ করেছে, যাদের আটক করে থানায় সোপর্দ করেছে বিজিবি।