6 Ashin 1428 বঙ্গাব্দ মঙ্গলবার ২১ সেপ্টেম্বর ২০২১
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সর্বশেষ / কোভ্যাক্সিন  ৭৭.৮ শতাংশ কার্যকর করোনা মোকাবিলায়

কোভ্যাক্সিন  ৭৭.৮ শতাংশ কার্যকর করোনা মোকাবিলায়

 

কোভ্যাক্সিন  ৭৭.৮ শতাংশ কার্যকর করোনা মোকাবিলায়। তৃতীয় পর্যায়ে পরীক্ষার পর এমনটাই জিানিয়েছে টিকা প্রস্তুতকারক সংস্থা ভারত বায়োটেক।তৃতীয় পর্যায়ের ফলাফল প্রকাশ্যে আসার পর সংস্থার দাবি, ডেল্টা ভ্যারিয়েন্টের প্রতিরোধ করতেও কার্যকর কোভ্যাক্সিন । সেক্ষেত্রে কার্যকারিতা ৬৫.২ শতাংশ। শুধু তাই নয় করোনা উপসর্গ যুক্ত রোগীদের ক্ষেত্রে ৯৩.৪ শতাংশ কার্যকর । ট্যুইট করে এই তথ্য জানিয়েছে ভারত বায়োটেক।

 

 

আরও পড়ুন...

করোনায় শনাক্ত পাঁচ শতাংশের নিচে

  সাড়ে ছয় মাস পর দেশে করোনায় শনাক্তের হার পাঁচ শতাংশের নিচে নামল। গত ২৪ …