27 Magh 1427 বঙ্গাব্দ মঙ্গলবার ৯ ফেব্রুয়ারী ২০২১
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সর্বশেষ / করোনায় আরো ১৫ জনের মৃত্যু, শনাক্ত ৫০৯

করোনায় আরো ১৫ জনের মৃত্যু, শনাক্ত ৫০৯

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মোট মারা গেলেন আট হাজার ৮৭ জন। ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ৫০৯ জন। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৫ লাখ ৩৩ হাজার ৯৫৩ জনে।

বৃহস্পতিবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরো ৬১১ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়ালো চার লাখ ৭৮ হাজার ৫৪৬ জনে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ২০৪টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা হয়েছে। এর মধ্যে আরটি-পিসিআর ল্যাব ১১৬টি, জিন-এক্সপার্ট ২৮টি, র‌্যাপিড অ্যান্টিজেন ৬০টি। এসব ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১৪ হাজার ৬৩৩ টি। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ৮৩০ টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৩৬ লাখ ১৫ হাজার ৩৩৮ টি।

এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার তিন দশমিক ৪৩ শতাংশ। এ পর্যন্ত শনাক্তের হার ১৪ দশমিক ৭৭ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৬২ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৫১ শতাংশ।

আরও পড়ুন...

দেশে করোনায় আরো মারা ১৭ জনের মৃত্যু

বাসস : দেশে করোনাভাইরাস শনাক্তের ৩২৮তম দিনে ২৪ ঘন্টায় এই ভাইরাসে মৃত্যুবরণ করেছেন আরো ১৭ …